শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাগরে ১৫ জেলেসহ মাছ ধরা ট্রলার নিখোঁজ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:৩৯

বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় ১৫ জন জেলে নিয়ে এফবি তরিকুল নামের একটি মাছ ধরা ট্রলার নিখোঁজ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

তিনি জানিয়েছেন, গত ৭ অক্টোবর বরগুনা সদর উপজেলার নলী এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন এফবি তরিকুল নামের একটি মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া নামক এলাকায় বিকল হয়। এ সময় ট্রলারে মাঝিসহ ১৫ জন জেলে ছিলো। তারা পাশের একটি ট্রলারের মাধ্যমে বরগুনায় খবর দেয়। খবর পেয়ে বরগুনা থেকে একটি ট্রলার তাদের উদ্ধারে গিয়ে নারিকেল বাড়িয়া, শ্যালাসহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। 

আরও পড়ুন: সুন্দরবনের দুবলার চরে আঘাত হেনেছে ‘বুলবুল’

গোলাম মোস্তফা আরও বলেন, উত্তাল সাগরে ট্রলারটি ডুবে গেছে অথবা সুন্দরবনের কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। 

ইত্তেফাক/এসি