ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাড়ি চাপায় শিশু নিহত

বিজয়নগর। ছবি: গুগল ম্যাপ থেকে
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা০০:৫৫, ১৩ ডিসেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
বৃহষ্পতিবার বিকালে বিজয়নগরে ট্রাক্টরের চাপায় নুর আলম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের প্রবাসী মহিবুল আলমের ছেলে ।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়,আজ বৃহষ্পতিবার বিকাল ৩ টার দিকে কেনা বুধন্তি সড়কের কেনা মহিবুলের বাড়ির সামনের পাকা রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এ অবস্থায় মুর্শেদ মিয়ার মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে নুর আলম ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: গুয়াহাটিতে বাংলাদেশ মিশনের গাড়িবহরে হামলা, ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ
এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি তদন্ত আ. স. ম. আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু