শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা পরীক্ষায় খুমেকে স্থাপন করা হচ্ছে পিসিআর মেশিন

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:০১

অবশেষে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) এসে পৌঁছেছে। সোমবার সকাল ৯টার দিকে পিসিআর মেশিনটি খুমেকে এসে পৌঁছায়। 

মেডিক্যাল কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীদের রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। আজ (সোমবার) বিকালে ঢাকা থেকে বিশেষজ্ঞরা আসবেন। মেশিনটি এরপর ইন্সটলের প্রক্রিয়ায় যাবে। এখনো মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি, আগামী শনিবার থেকে পিসিআর মেশিন দিয়ে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় একজন আক্রান্ত, চারজন সুস্থ

কিট প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞরা আসার সময় কিট নিয়ে আসবেন। কিট ছাড়া করোনা ভাইরাস পরীক্ষাই করা যাবে না।

ইত্তেফাক/এএএম