শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

আপডেট : ২৩ মে ২০২০, ০৭:৪১

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সুফিয়ান নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এএসআই আতোয়ার ও কনস্টেবল সেলিম নামে দুই র‌্যাব সদস্য আহত হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। 

র‌্যাবের দাবি : নিহত আবু সুফিয়ান চাঞ্চল্যকর শিশু চাঁদনী (৭) ধর্ষণ ও হত্যার প্রধান আসামি। সে একজন সিরিয়াল ধর্ষক।  

র‌্যাব-১-এর গাজীপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেলগেট এলাকার একটি ময়লার স্তূপ থেকে চাঁদনী নামের প্রথম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঐ শিশুকে ধর্ষণের পর গলা টিপে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। চাঞ্চল্যকর ঐ ঘটনায় মো. নিলয় (১৫) নামের এক তরুণকে গ্রেফতার করে র‌্যাব। 

গত রবিবার র‌্যাব-১-এর একটি দল তাকে গ্রেফতার করে। পরদিন গ্রেফতার নিলয় আদালতে সে ও আবু সুফিয়ানসহ ঐ শিশুকে ধর্ষণ করে মর্মে জবানবন্দি দেয়।

ইত্তেফাক/কেকে