বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোম্পানীগঞ্জে কাদের মির্জার সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট : ০৭ মে ২০২১, ১৬:০৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি। এ সময় তাকে বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশা চালককে পিটিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে বদু কেরানীর পোল এলাকায় এ ঘটনা ঘটে।

খিজির হায়াত খান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে রিকশাযোগে বসুরহাট আসার পথে কাদের মির্জার অনুসারী বসুরহাট পৌরসভা কাউন্সিলর মো. রাসেলের নেতৃত্বে আইনুল মারুফসহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে। এসময় তাকে বহনকারী রিকশাচালক রফিকুল ইসলামকে (৩৫) পিটিয়ে মারাত্মক আহত করে। সে চরহাজারী ৩ নম্বর ওয়ার্ডের ছায়েদল হকের ছেলে। দুইজনকে  কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।’

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষে এর আগে দুইজনের মৃত্যুও হয়েছে।

ইত্তেফাক/এএএম