বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিরপুরে রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:২৫

কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণ ও সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে রবিবার সকালে ঈগল চত্বর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এ মানববন্ধনে সর্বস্তরের জনগণের অংশ নেয়।

মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উাপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্সবা মজনু, সদস্য সচিব মুক্তিযোদ্ধা নজরুল করিম, সহ-সদস্য সচিব জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। 

মানববন্ধন পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস। মানববন্ধনে বক্তারা ২৬ মার্চের মধ্যে রেলওয়ে স্টেশন পুনঃচালুকরণ ও সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া না হয়ে গণআন্দোলনের ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

আরও পড়ুনঃ চিলমারীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মনববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ উপস্থিত হয়ে জানান, আগামী ৭দিনের মধ্যে রেলমন্ত্রী সরেজমিন পরিদর্শন শেষে স্টেশনের গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নেবেন।

ইত্তেফাক/নূহু