শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাগাতিপাড়ায় ৩০ দিন ধরে নিখোঁজ ফরিদুল

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:০৪

নাটোরের বাগাতিপাড়ায় গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলো ফরিদুল ইসলাম। তারপর আর বাড়ি ফেরেনি। নিখোঁজের ৩০ দিন পেরিয়ে গেলেও শিশুটির খোঁজ পায়নি তার পরিবার।

ফরিদুলকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন তার পরিবারের লোকজন। নিখোঁজ ফরিদুল ইসলাম উপজেলার কোয়ালীপাড়ার মানসিক প্রতিবন্ধী মাসুদ রানা ও বাক প্রতিবন্ধী মিনু বেগম দম্পতির ছেলে। সে যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির দাদা অটোচালক রুস্তম আলী জানান, মাতৃভাষা দিবসের দিন উপজেলার তমালতলা শহীদ মিনারে ফুল দিতে বাড়ি থেকে বের হয় ফরিদুল। এরপর দুপুর গড়ালেও বাড়ি না ফেরায় তমালতলাসহ আশে-পাশের কয়েকটি শহীদ মিনার, স্কুল ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও শিশুটির খোঁজ মেলেনি। অবশেষে গত ৪ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় জিডি করেছেন তার দাদা রুস্তম আলী।

আরও পড়ুনঃ ‘বড়দের কথা এখন কেউ শুনতে চায় না’

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাকিব বলেন, ডায়েরির পর দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত আছে।

ইত্তেফাক/নূহু