শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাসুরের ছুরিকাঘাতে ভাবি নিহত, গ্রেফতার ৩

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভাসুরের ছুরিকাঘাতে আহত কোহিনুর (ভাবি) মারা গেছেন। রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহিনুর বেগম মারা যান।

জানা যায়, ঘটনাটি ঘটে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ২টায় শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ডের ভাটনীখোলা বেপারী বাড়িতে। চাচাতো ভাসুর জহিরুল ইসলাম বসত ঘরের সিঁধ কেটে কোহিনুরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। সে সময় তার মেয়ে মুক্তা আক্তার আহত হয়। সন্ধ্যায় কোহিনুরের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঘাতক জহির পলাতক রয়েছেন। এ ঘটনায় শাহরাস্তি থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন দেবর হাবিবুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আউয়াল গত শুক্রবার রাতে তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। চাঁদপুর আদালত মা আমিরুন নেসাকে জামিন দিলেও বাকি দুইজন কারাগারে রয়েছেন।

আরও পড়ুন: আবার আসছে ‘দত্তা, সুচিত্রার বদলে এবার ঋতুপর্ণা

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাদের মধ্যে একটি বিয়ের ঘটনা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে জহির এই হত্যাকাণ্ড  ঘটিয়েছে।

ইত্তেফাক/অনি