বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উলিপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৯:১০

কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ সুফিয়া বেগম হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নিহত গৃহবধূর স্বামী মিল্টন মণ্ডলকে জেল-হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের চর জাহাজের আলগা গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে মেকুরের আলগা গ্রামের নাগর আলীর মেয়ে সুফিয়া বেগমের (২০) সঙ্গে জাহাজের আলগা গ্রামের জাহাঙ্গীর মণ্ডলের ছেলে মিল্টন মণ্ডলের (২৩) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই জের ধরে গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় গৃহবধূকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ গত রবিবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহবধূর বাবা নাগর আলী বাদী হয়ে উলিপুর থানায় জামাই মিল্টনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মণ্ডল জানান, রবিবার সকালে নিহত গৃহবধূর বাবার মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ঘরের মেঝেতে সুফিয়া বেগমের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেই। 

আরও পড়ুন: ‘ঈশ্বর কোথায়?’, হামলায় আহত শিশুর প্রশ্ন

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, স্বামী মিল্টন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।  

ইত্তেফাক/কেকে