শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাতক্ষীরায় ট্রাক উল্টে চালক নিহত

আপডেট : ১৫ মে ২০১৯, ১২:২৫

সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে শহরের কামাননগর-বকচরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ট্রাক চালকের নাম মফিজুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনয়নের ভড়ভুড়িয়া গ্রামের মোহাম্মদ আলী গাইনের ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, ট্রাকচালক মফিজুল কুষ্টিয়া থেকে পোলট্রি ফিড নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরায় আসার আগেই তিনি ক্লান্ত হয়ে পড়েন। তিনি এ সময় তার হেলপার মামুনকে দিয়ে ট্রাক চালাচ্ছিলেন এবং বামপাশে বসে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এক পর্যায়ে সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের বকচরা মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে সাইড দিতে  গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক মফিজুল। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ট্রাকটি উদ্ধার করে।

আরো পড়ুন : চিকিৎসা নিতে লন্ডনের পথে রাষ্ট্রপতি আবদুল হামিদ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি