বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগৈলঝাড়ায় কাঠ-বাঁশের ঝুঁকিপূর্ণ সেতু এলাকাবাসীর মরণ ফাঁদ

আপডেট : ২৬ মে ২০১৯, ১৬:২৯

আগৈলঝাড়ায় ভাঙা সেতুর ওপর বাঁশ-কাঠের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন শতাধিক লোক যাতায়াত করছে। ফলে যে কোনো সময় এটি ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির থেকে দক্ষিণ দিকের ওয়াপদা বেড়িবাঁধে যাতায়াতের একমাত্র পথ এই বাঁশ কাঠের ব্রিজটি।
 
উপজেলার গৈলা মডেল ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, এই পথে অগণিত লোকজন চলাচল করলেও কবে নাগাদ এই মরণ ফাঁদের কাঠ বাঁশের ব্রিজটি পাকা সেতুতে রূপান্তরিত হবে তা তাদের অজানা।

পূর্বে রামের বাজার এবং পশ্চিমে ঘোড়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে ব্রিজ ছাড়া এই কাঠ বাঁশের পাটাতনের সেতুটিই ওই এলাকার কয়েক শত লোকজনের চলাচলের একমাত্র পথ।

কাঠ, বাঁশ নষ্ট হয়ে বর্তমানে সেতুটি ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। লোহার রডগুলো একেবারে নড়বড়ে। এটি ধ্বসে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে। 

গ্রামের লোকজন স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে এটি কয়েকবার মেরামত করলেও সরকারের এলজিইডি বিভাগ থেকে ব্রিজ নির্মাণ বা সংস্কারে কোন বরাদ্দ পাওয়া যায়নি। 

আরও পড়ুন: গৌরীপুরে বয়রাঘাট সেতুটি যে কোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে

এ ব্যপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, সেতুটির বর্তমান অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু