বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাংনীতে বিস্ফোরণের পর আরো ২ বোমা উদ্ধার

আপডেট : ১৩ জুন ২০১৯, ১১:১৪

মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে বোমা দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাতে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণ হয়। এ সময় বিদ্যালয়ের আশে-পাশে বসবাসকারী মানুষ ঘুম থেকে জেগে উঠে। পরে সকালে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। পুলিশ সকাল ৮টার দিকে পানি ভর্তি বালতি করে বোমা দুটি ক্যাম্পে নিয়ে যায়।

আরো পড়ুন : কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ৬ মাস বাড়ল

হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাকিল জানান, বোমা বিস্ফোরণের আলামত ও দুটি তাজা বোমা উদ্ধার করে ক্যাম্পে আনা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

 

ইত্তেফাক/ইউবি