বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন পালিত হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড. অনিত মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক-ই-এলাহী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভিন সেঁজুতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণনাথ দাশ প্রমুখ।
আরও পড়ুন: রিফাত হত্যা: রামদা নিয়ে কলেজে ডাকা হয় 007 গ্রুপে
বক্তারা বলেন, নয় বছর আগে থেকে বাংলাদেশ সরকার আইনি লড়াইয়ের মাধ্যমে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করলেও কানাডা সরকার এখনও তাকে ফেরত দেয়নি। কানাডা সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, আপনারা ওই খুনিকে ফেরত দিয়ে একটি নৃশংস হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সহযোগিতা করুন।
ইত্তেফাক/অনি