বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় নারীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০২:২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় পলি হালদার (২৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। থানা পুলিশ সোমবার বিকাল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে। রিপন হালদারের স্ত্রী পলি অকাল গর্ভপাতজনিত ঘটনার এক সপ্তাহ পরে রবিবার রাত ১০টার দিকে ভুল চিকিৎসায় মারা যান। 

রিপন হালদার জানান, অকাল গর্ভপাতজনিত কারণে রবিবার তার স্ত্রী অসুস্থ বোধ করেন। তখন প্রতিবেশী ঘের ব্যবসায়ী ডাক্তার মনিতোশ মন্ডলকে ডেকে আনেন। মনিতোশ প্রথমে ৩টি ট্যাবলেট খাওয়ান পলিকে। পরে ৩টি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই মারা যান পলি। 

ডাক্তার মনিতোশ মন্ডল বলেন, 'আমি খুলনায় এক ডাক্তারের সঙ্গে কথা বলে চিকিৎসা দিয়েছি।' এলাকায় তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। নিজ বাড়িতে রয়েছে চেম্বার ও ওষুধের দোকান। 

আরও পড়ুন:  গাংনী হাসপাতালের চিকিৎসকের উপর হামলাকারী গ্রেফতার

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, 'গৃহিনী পলি হালদারের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়না তদন্ত করানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।'

ইত্তেফাক/জেডএইচডি