শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদকের টাকা না পেয়ে মাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৭

বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে এক যুবক তার মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন দেয়। এ ঘটনায় ওই মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে রবিবার বিকেল পাঁচটার দিকে ওই আগুন দেওয়ার ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে আটটায় মা মারা যান। 

মারা যাওয়া মায়ের নাম খুকি বেগম (৬৫)। আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিলো। তবে চিকিৎসকের বরাতে পুলিশ জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে নেওয়ার আগেই খুকির মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছেলের নাম সোহানুর রহমান ওরফে খোকন (২৯)। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহানুর রহমান মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেয়েই এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে সোহানুরকে আটকের পর ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহানুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায় প্রতিদিন ভয়ভীতি দেখিয়ে মা-বাবার কাছ থেকে মাদক কেনার টাকা নিতো। এ ধারাবাহিকতায় রবিবার বিকালেও সে মা-বাবার কাছে টাকা দাবি করে। তবে তারা টাকা দিতে অস্বীকার করেন। এতে সোহানুর মা-বাবার ওপর খেপে যায়ন। এক পর্যায়ে সে মা-বাবার ওপর হামলা চালায়। এ সময় সোহানুরের ভয়ে তার বাবা বাড়ি ছেড়ে পালান। তখন সোহানুর বৃদ্ধ মা খুকি বেগমকে ধরে ঘরের মধ্যে নেন। এরপর খাটের সঙ্গে হাত-পা বেঁধে মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় খুকি বেগমের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

গণধোলাইয়ের কারণে সোহানুরকে প্রাথমিক চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়েছে পুলিশ। পুলিশি হেফাজতে চিকিৎসাধীন সোহানুর রহমান দাবি করে, সে ঘরের মধ্যে মোটরসাইকেলের পেট্রল বের করছিলো। হঠাৎ ওই পেট্রলে আগুন লাগে। ওই আগুনেই মায়ের শরীর দগ্ধ হয়েছে। এলাকাবাসী মিথ্যা অভিযোগে তাকে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন: যশোরে কিশোরী পুত্রবধূূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, মাদকের টাকা না পেয়ে সোহানুর রহমান তার মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আগুনে খুকী বেগমের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আটক সোহানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু