বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওসমানীনগরে হাওরে উদ্ধার লাশ বালাগঞ্জের জিবই মিয়ার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২

ওসমানীনগরের মুক্তারপুর হাওর থেকে গলিত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম জিবই মিয়া (৪১)। তিনি বালাগঞ্জ উপজেলার সদর ইউপির চরভূয়া ভট্টপাতন গ্রামের রমুজ মিয়ার ছেলে।

শুক্রবার সকালে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মৃতের পরণের কাপড় ও শারীরিক গড়ন দেখে তার চাচাতো ভাই সরাজ মিয়া, চাচাতো বোন রুশনা বেগম ও স্থানীয় ইউপি সদস্য নিলমনি সূত্রধর লাশের পরিচয় শনাক্ত করেন।

লাশের সুরতহাল তৈরিকারী ওসমানীনগর থানার এসআই মো. আতিকুল ইসলাম মিলন বলেন, 'শুক্রবার সকালে আমার সঙ্গে মৃতের স্বজনরা হাসপাতাল মর্গে গিয়ে জিবইয়ের লাশ শনাক্ত করেন। মৃত জিবই দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছে। এ সংক্রান্ত ডাক্তারি কাগজপত্রও মৃতের স্বজনরা আমার নিকট প্রদান করেন। মৃত জিবইয়ের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।'

আরও পড়ুন: আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন লাশের পরিচয় শনাক্তের সত্যতা নিশ্চিত করে বলেন, 'গত পহেলা সেপ্টেম্বর দিনের বেলা খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে জিবই আর বাড়ি ফিরেনি বলে তার স্বজনরা জানান। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বুরুঙ্গা ইউপির মুক্তারপুর হাওর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত শেষে তার স্বজদের নিকট হস্তান্তর করা হবে।'

ইত্তেফাক/নূহু