বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাহজাদপুরে অর্ধগলিত লাশ উদ্ধার এবং গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত (৫০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গৃহবধূর নাম লতা পারভিন (২০)। সে উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা গ্রামের আব্দুল লতিফের কন্যা।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু পদ্ধমারি নদীর পাশের নালাতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী। তারা পুলিশে খবর দিলে সকাল ১০টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সংগীয় পুলিশ ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় (৫০) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে  ইউডি মামলা হচ্ছে।'

অপরদিকে মঙ্গলবার রাত ১১টায় গৃহবধূ লতা পারভিন (২০) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার গোংড়ানোর শব্দ শুনে বাড়ির লোকজন ঘরে  ঢুকে দেখতে পায় লতা গলায় ওড়না পেচনো অবস্থায় ঝুলছে। এ সময়  তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাবনা হাসপাতালে নিয়ে যেতে বলা হলে পাবনা নেওয়ার  পথে সে মারা যায়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। 

অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মাস পূর্বে একই ইউনিয়নের বিনোটিয়া গ্রামের আজিজ খানের পুত্র শরিফের (২৫) বিয়ে হয়েছিলো।

আরও পড়ুন: বিজেপি যুবাদের আন্দোলনে রণক্ষেত্র সিইএসসি

নিহতের বাবা লতিফ বলেন, 'বিয়ের আগে থেকেই আমার মেয়ের পেটের ব্যাথার সমস্য ছিলো। সে পেটের ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।'

ইত্তেফাক/নূহু