শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালিতে সংঘর্ষে ২৪ সেনা ও ১৭ জিহাদি নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৫:০৩

মালির পূর্বাঞ্চলে অভিযান চালানোর সময় ব্যাপক সংঘর্ষে ২৪ সেনা ও ১৭ জিহাদি নিহত হয়েছেন। দেশটির গাও অঞ্চলে পার্শ্ববর্তী দেশ নাইজারের সঙ্গে যৌথভাবে সেনাবাহিনী জঙ্গিবিরোধী এক অভিযান চালায় বলে এক সামরিক সূত্র নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওই সূত্র জানায়, মালির উত্তর-পূর্বাঞ্চলীয় তাবানকোর্ট শহরের কাছে একটি টহল দল সোমবার হামলার শিকার হওয়ায় মালি ও নাইজার বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়।

সামরিক সূত্র জানায়, এ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অপরদিকে অভিযানে ১৭ জিহাদি নিহত হন। এসময় সেনাবাহিনী শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে। 

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা

বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে। এর আগের এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ফরাসি ও নাইজার বাহিনী পাল্টা অভিযানে অংশ নিয়েছে।

সোমবারের অভিযান ছিল সামরিক বাহিনীর জন্য বড় ধরনের আরেকটি ক্ষতি। ২০১২ সালে মালির উত্তরাঞ্চল জিহাদিদের হাতে চলে যায়। পরে ফরাসি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
-বাসস

ইত্তেফাক/এসইউ