শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিজের পেশিবহুল ছবি টুইট করে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৫১

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের পেশিবহুল ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে দেখা গেছে, হাতে বক্সিং গ্লাভস এবং কোমরে চ্যাম্পিয়নশিপ বেল্ট পরে বীরবেশে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। 

এই ছবিটি মূলত হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের সিনেমা ‘রকি থ্রি’ এর পোস্টার ছিল। সিলভেস্টার স্ট্যালোনের এই ছবিটিই এডিট করে স্ট্যালোনের মুখের জায়গায় নিজের মুখ সুপার ইমপোজ করে দেন ডোনাল্ড ট্রাম্প।

ছবিটি ইতোমধ্যে লাইক পেয়েছে ৫ লাখ ৪৮ হাজারটি, তাছাড়া রিটুইট করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার বার এবং এতে মন্তব্য করা হয়েছে ১ লাখ ২৯ হাজার বার। 

আর পড়ুন: মুজিব বর্ষে প্রতিটি ঘরে আলো জ্বলবে : প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলমান। তার উপর আবার সামনের বছর প্রেসিডেন্ট নির্বাচন। এই অবস্থায় ট্রাম্প কেন এই ছবি পোস্ট করলেন তা নিয়ে বেশ আলোচনা চলছে।

জনমনে প্রশ্ন, সকল চাপের মুখে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিতেই এই ছবি পোস্ট করলেন নাকি নিজের সহজাত স্বভাবের বহিঃপ্রকাশ স্বরূপ আলোচনায় থাকতেই এই ছবি পোস্ট করেছেন, নাকি অন্য কোন কারণ রয়েছে এর পেছনে? প্রশ্নের উত্তর অবশ্য এখনও অজানাই রয়ে গেছে। 

ইত্তেফাক/এসইউ