বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেয়ালে লাগানো এই কলা ১ কোটি টাকায় বিক্রি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:১০

মাত্র একটি কলা। সেটার দাম আর কতই বা হতে পারে। কিন্তু অবাক করার বিষয় সেই কলা বিক্রি হয়েছে কোটি টাকার বেশি দামে। 

নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়, ‘আর্ট বাসেল মিয়ামি নামে’র একটি আর্ট শো-তে দেওয়ালের মধ্যে এই কলাটি টেপ দিয়ে লাগানো হয়। ইতালীয় শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলান এই শিল্পকর্ম প্রদর্শন করেন। যার নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। 

সেই শিল্পকর্মই মিয়ামিতে বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১ লাখ ৭৬ হাজার টাকা। আর ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লাখ রুপি। 

শিল্পী ক্যাটেলান তার প্রদর্শনীর ব্যাখ্যায় বলেন, ‘এটি বিশ্বব্যাপী বাণিজ্যের প্রতীক। পাশাপাশি এটি একটি কৌতুকের মতো।’

বিশ্বব্যাপী শিল্পকর্ম বিক্রির ওয়েবসাইট ‘আর্টনেট’ জানিয়েছে, কলার শিল্পকর্মের দুটি সংস্করণ দুজন ফরাসী সংগ্রাহকের কাছে বিক্রি হয়েছে। আরেকটি আর্ট কিনে নেবে একটি শিল্পকর্ম মিউজিয়াম। যার দাম প্রায়, এক কোটি রুপি হতে পারে।

মিয়ামির আগে এমন একটি প্রদর্শনী প্যারিসের পেরোটিন গ্যালারিতে হয়েছিল। সেই গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোনও বস্তুর দাম কীভাবে নির্ধারণ করি এবং কোনগুলোকে মূল্যবান হিসেবে ধরি।

ইত্তেফাক/জেডএইচ