শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গর্ভপাত বিরোধী র‍্যালিতে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১০:০০

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গর্ভপাত বিরোধী র‍্যালি অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে এই র‍্যালির আয়োজন করা হয়। খবর বিবিসি'র।

র‍্যালিতে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এখানে খুব সাধারণ কারণ নিয়ে উপস্থিত হয়েছি; সেটি হলো প্রত্যেক শিশুর জন্মের অধিকার নিশ্চিত করা ।

১৯৭৩ সালে মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাত বৈধ ঘোষণা করেন। এই আদেশের প্রতিবাদে ১৯৭৪ সালে বার্ষিক র‍্যালির আয়োজন করা হয়। এর আগে কোন মার্কিন প্রেসিডেন্টই গর্ভাপাত বিরোধী র‍্যালিতে অংশগ্রহণ করেননি। যদিও হোয়াইট হাউজের খুব কাছেই এই র‍্যালি আয়োজিত হয়। ২০১৭ সালে গর্ভপাত বিরোধী র‍্যালিতে প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট অংশ নিয়েছিলেন মাইক পেন্স। 

ইত্তেফাক/এআর