বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে লকডাউন অমান্য করলে জেল

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৮:৩২

ভারতে করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউনকে লঙ্ঘন কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে বাধা দিলে এক থেকে দুই বছরের জন্য জেলে যেতে হতে পারে।

দেশের বিভিন্ন অংশ থেকে পুলিশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে কেন্দ্রীয় সরকার গতকাল বৃহস্পতিবার রাজ্য সরকারগুলিকে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন: লকডাউন অমান্য করলে গুলি : দুতের্তে

আইন অনুযায়ী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী অথবা সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ডের নিয়ম রয়েছে।

অন্য দিকে এ ধরনের ঘটনায় কারও মৃত্যু হলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে। লকডাউনের ক্ষেত্রে সেই আইন প্রয়োগ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআর