শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আসামে ভূমিধসে ২০ জনের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২০, ১৯:৪২

ভারতের দক্ষিণ আসামে ধারাবাহিক ভূমিধসে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

মঙ্গলবার আসামের বরাক উপত্যকার তিনটি জেলায় ভূমিধসের ঘটনাগুলো ঘটে।

দেশটির সরকারি সূত্র জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজন কাছাড় জেলার, সাতজন হাইলাকান্দির ও ছয়জন করিমগঞ্জের। মারা যাওয়াদের মধ্যে ১১ শিশু ও তিন নারী রয়েছেন।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এই অঞ্চলটিতে গত দুই দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে।

এছাড়া গত এক সপ্তাহ ধরে আসামের মানুষ বন্যার সঙ্গে লড়াই করছে। সোমবার থেকে বন্যার পানি কমলেও এতে ৯ জন মারা গিয়েছে।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জেলা প্রশাসনকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করতে বলেছেন। এছাড়া  মারা যাওয়া মানুষের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।খবর: এনডিটিভি

ইত্তেফাক/জেডএইচ