শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাসপাতালে ভর্তি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত নন 

আপডেট : ১৭ জুন ২০২০, ০৮:৪৯

করোনা ভাইরাসে দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ভারতে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

বিবিসি জানায়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সাত্যেন্দার জৈনকে হাসপাতালে নেয়া হয়েছে। হঠাৎ তার অক্সিজেন মাত্রা কমে যায় এবং জ্বর আসে। গত সোমবার ভারতের হোম মিনিস্টার অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটি বৈঠকে করেন তিনি। মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দেহে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হবে।

এনডিটিভির খবরে বলা হয়, প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে সোমবার রাতে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।

খবরে বলা হয়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ওই হাসপাতালেই আপাতত তার জ্বরের চিকিৎসা চলছে। 

 এদিকে, কেজরিওয়াল গত সপ্তাহে জ্বর ও গলাব্যথা নিয়ে কোভিড টেস্ট করালে তারও ফলাফল নেগেটিভ আসে।

আরও পড়ুন: করোনার উপসর্গ নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি

উল্লেখ্য, শুধু দিল্লিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।

ইত্তেফাক/আরআই