শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার করোনার নাম ‘কুং ফ্লু’ রাখলেন ট্রাম্প

আপডেট : ২২ জুন ২০২০, ১৯:২৮

করোনা ভাইরাসের মহামারির শুরু থেকেই চীনের বিষয়ে নানা মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের নাম ‘কুং ফ্লু’ রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় দিনে দিনে এগিয়ে আসছে। আসছে নির্বাচনে আমেরিকাকে পুনরায় শাসন করার স্বপ্নে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। পুরোদমে মাঠে নেমে নিজের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেও চীনকে নিয়ে নানান মন্তব্য করা থেকে বিরত নেই ট্রাম্প। নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় নতুন নাম রাখলেন করোনা ভাইরাসের। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট করোনা ভাইরাসের নাম রেখেছিলেন ‘চীনা ভাইরাস’। আর এবার ভাইরাসটির নাম রাখলেন ‘কুং ফ্লু’।

শনিবার ওকালহোমায় ট্রাম্প বক্তব্য রাখতে গিয়ে বলেন, করোনা ভাইরাসের এত নাম যে ইতিহাসে অন্য কোন রোগের নেই। এবার আমি ভাইরাসটির নাম রাখতে পারি কুং ফ্লু। অনেকে ভাইরাস বলে, আবার অনেকে ফ্লু বলে। এখানে ফ্লু বললে তো কোন সমস্যা নেই।

আরও পড়ুন: করোনার মহামারিতে মানসিক সমস্যায় পড়ছে ‍শিশুরা

জানা যায়, চীনের মার্শাল আর্টকে কুংফু বলে। আর এভাবেই ফের করোনা ভাইরাসের নাম রাখলেন ট্রাম্প।

ইত্তেফাক/আরআই