ভারতের সীমান্ত এলাকায় যুক্ত হচ্ছে ৫ যুদ্ধ বিমান!

লাদাখ সীমান্ত এলাকার জন্য ফ্রান্স থেকে নতুন করে ৫টি যুদ্ধ বিমান আমদানি করছে ভারত। সোমবার ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই ৫ টি রাফাল যুদ্ধবিমান। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, রাফাল যুদ্ধবিমানগুলো ভারতে এসে পৌঁছলেই আগামী ৭ দিনের মধ্যে লাদাখে মোতায়েন করা হতে পারে। ভারত-চীন সীমান্ত উত্তেজনার সামরিক ভাবে আরও শক্তিশালী হতে নতুন করে এসব যুদ্ধ বিমান আসছে ।
জানা যায়, আগামী ২৯ জুলাইয়ের মধ্যেই ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। ফ্রান্সের মেরিগনেক থেকে ওই বিমানটি রওনা দেওয়ার কথা রয়েছে। রাফাল প্রস্তুতকারী সংস্থা ডাসল্ট এভিয়েশন।
আরও পড়ুন: করোনার তথ্য ধ্বংস করেছে চীন, প্রথমদিকে প্রতিকারের চেষ্টাও ছিল দুর্বল!
বলা হচ্ছে, আগামী বুধবার হরিয়ানার আম্বালায় বায়ুসেনার বিশেষ অবতরণস্থলে এই যুদ্ধবিমানটি অবতরণ করবে। ফ্রান্স থেকে বিমানটির যাত্রা শুরু হওয়ার পর সেটি প্রায় ১০ ঘণ্টা উড়ান দিয়ে অবতরণ করবে সংযুক্ত আরব আমিরতে। সেখান থেকে আবার পরের দিন হরিয়ানার আম্বালার উদ্দেশে যাত্রা করবে বিমানটি।
ইত্তেফাক/আরআই