শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালয়েশিয়ার রাজা পঞ্চম মোহাম্মদের পদত্যাগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

শাসনকাল শেষের আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন মালোয়শিয়ার রাজা পঞ্চম মোহাম্মদ। রবিবার মালোয়শিয়ার ইতিহাসে এই প্রথম কোনো রাজা শাসনকাল শেষের আগেই ক্ষমতা ছাড়েন। আল-জাজিরা।

রাজার জাতীয় বাসভবন থেকে রাজা পঞ্চম মুহাম্মদের এমন আকস্মিক পদত্যাদের খবরটি নিশ্চিত করলেও পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

এর আগে গত বছরের নভেম্বর মাসে এক রাশিয়ার ২৫ বছর বয়সী সুন্দরীকে বিয়ে করেন রাজা পঞ্চম মুহাম্মদ।  মস্কোতে তার এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদত্যাগের সময় রাজা হিসেবে তাকে নির্বাচিত করা এবং দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় শাসন পরিষদকে ধন্যবাদ জানান ৪৯ বছর বয়সী এই রাজা।  

২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত চিকিৎসার জন্য ছুটিতে থাকা এই রাজার একই বছরের ডিসেম্বর মাসে ক্ষমতায় আসা নিয়েও অনেকই প্রশ্ন তুলেন। অপরদিকে চিকিৎসা ছুটি থেকে শাসনকার্যে যোগদানের মাত্র এক সপ্তাহের মধ্যেই তার এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত এলো।

আরও পড়ুনঃ বিজিবি ক্যাম্পের ঘাস খাওয়ায় আটক গরু থানায়

মালোয়শিয়ার নয়টি রাজ পরিবারের মধ্য থেকে শীঘ্রই পরবর্তী রাজা নির্বাচন করা হবে। এই নয়টি পরিবার থেকে মালোয়শিয়ার শাষন পরিষদের ভোটে পরবর্তী রাজা নির্বাচিত হবেন।

ইত্তেফাক/জেডএইচডি/টিএস