বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন পরমাণু কেন্দ্র তৈরি হচ্ছে ইরানে :জাতিসংঘ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০৪:১১

মাটির তলায় ফের পরমাণু কেন্দ্র তৈরি করছে ইরান। সম্প্রতি এ কথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পরীক্ষা সংক্রান্ত সংস্থার প্রধান। গত জুলাই মাসে ইরানের বর্তমান পরমাণু কেন্দ্রটিতে আগুন লেগে গিয়েছিল।

ইরান দাবি করেছিল, চক্রান্ত করে ঐ কেন্দ্রটিতে আগুন লাগানো হয়েছিল। ফের নতুন একটি পরমাণু কেন্দ্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ঐ প্রতিনিধি। খবর: ডয়চেভেলের।
 
জাতিসংঘে পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি। 

বার্লিনে অ্যাসোসিয়েট প্রেসকে একটি সাক্ষাত্কার দেওয়ার সময় ইরানের প্রসঙ্গে তিনি জানান, নতুন করে মাটির গভীরে পরমাণু কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে ইরান। জমাতে শুরু করেছে ইউরেনিয়ামও। তবে পরমাণু অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম এখনো তাদের কাছে নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ