শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৮:২১

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে শেষ মুহূর্তের  ইলেকটোরাল কলেজ ভোটের ঘণনা। এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৩৮ ইলেকটোরাল ভোট আর অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ টি ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পেতে হবে সোনার হরিণ ২৭০ ইলেকটোরাল ভোট।

জানা যায়, মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। এখনও বাকী রয়েছে আরও ৮৭ ইলেকটোরাল ভোট। এ থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দরকার ৩২ ইলেকটোরাল ভোট, রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরকার ৫৭ ইলেকটোরাল ভোট। 

ওয়াশিংটন ডিসির ৩ জনসহ ৪৩৮ জন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ (নিম্নকক্ষ) এবং ১০০ জন সিনেটর (উচ্চকক্ষ) মিলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট গণনা করা হয়। 

আরও পড়ুন: ৮৭ ইলেকটোরাল কলেজ ভোটের ফল এখনও বাকী

ইলেকটোরালের সঙ্গে সঙ্গে পপুলার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। ফক্স নিউজের সর্বশেষ জরিপ অনুসারে, মোট পপুলার ভোটের ৫০ শতাংশ পেয়েছেন জো বাইডেন। অপরদিকে, ৪৮ দশমিক ৪ শতাংশ পেয়েছে ট্রাম্প।

ইত্তেফাক/আরআই