শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের ভারতের পাশে চীন!

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৫:২৫

ব্রিকস-এর সন্ত্রাসবিরোধী উদ্যোগে ভারতের পাশে দাঁড়ালো চীন।  ব্রিকস বৈঠকের পর শুধুমাত্র সন্ত্রাসবাদ বিরোধিতা নিয়েই একটি দীর্ঘ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে।যাতে  ব্রিকসের প্রত্যেকটি দেশই   স্বাক্ষর করেছে।

 এ নিয়ে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি একমত, যে কোনও ধরণের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতির সব চেয়ে বড় শত্রু। যারাই যে কারণেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাক না কেন, সেটা অপরাধ, তার কোনও ক্ষমা নেই।’ এর মোকাবেলা করার জন্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

এদিকে  সীমান্তে পাকিস্তানের উগ্রতায় বেইজিং-এর অদৃশ্য ভূমিকা রয়েছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে নয়াদিল্লির। সেই পরিপ্রেক্ষিতে রাশিয়ার উপস্থিতিতে এমন একটি সন্ত্রাস বিরোধী ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

  ব্রিক্‌স হলো   ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।

ইত্তেফাক/এআর