শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারো লক ডাউনে ইরান 

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৯:২০

করোনাভাইরাস সংক্রামণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার (২১ নভেম্বর) থেকে লক ডাউন বাস্তবায়ন হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শতাধিক শহরে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এক বিবৃতিতে জানান, বিশেষ কিছু দপ্তর ছাড়া বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর ৪ টা পর্যন্ত রাস্তায় কোনো গাড়ি বের হতে পারবে না।

রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলো থেকে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য শহরে যেতে পারবেন না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিং মল ও বাজার বন্ধ থাকবে।

তিনি আরো জানান, জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলো কেবল এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এ সময়সীমা বাড়ানো হবে কি না তা পরিস্থিতি সাপেক্ষে জানানো হবে।

আরো পড়ুন: ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি ভারতীয় সেনাদের

এদিকে, ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৯ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৬০ জন। ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ হাজার ৮৯৬ জন।

ইত্তেফাক/এএইচপি