বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, কয়েক’শ বন্দির মুক্তি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে কারাগারে দাঙ্গায় ৯ বন্দী নিহত ও ১১৩ জন আহত হওয়ার পর শ্রীলঙ্কা কয়েকশ বন্দীকে মুক্তি দিয়েছে এবং আরো কয়েক হাজার বন্দীকে মুক্তি দেবে বলে জানিয়েছে।

সংবাদ মাধ্যম এএফপি’র বরাতে কারাগারে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কলম্বোর উপকণ্ঠে মহারা কারাগারে রবিবার (৩০ নভেম্বর) রাতে কারা বন্দীরা মুক্তির দাবিতে তাণ্ডব চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রহরীরা গুলি চালায়।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা মঙ্গলবার (১লা ডিসেম্বর) দেশটিতে ৬৩৭ জন কয়েদীকে সাধারণ ক্ষমা করেছেন। বিচারমন্ত্রী আলি সাবরি বলেছেন, সরকার কারাগারে চাপ কমাতে কয়েক হাজার বন্দীকে জামিনে মুক্তি ত্বরান্বিত করার কাজ করছে।রাজাপাকসা ইতোমধ্যে জেল সংস্কার মন্ত্রী সুদর্শনী ফার্নান্দোপুলকে মহামারী মোকাবেলা সম্পর্কিত একটি নতুন মন্ত্রণালয়ে স্থানান্তর করেছেন।

আরও পড়ুন: নিরীহ আফগান নাগরিকদের হত্যার বিচার চাইল চীন

শ্রীলঙ্কার কারাগারগুলোতে ৩০ হাজারের বেশি কয়েদি রয়েছে যা ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ। সরকারি পরিসংখ্যান অনুসারে, কারাগারে ১২০০ জনের করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পরেছে ও দু’জনের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কায় করোনায় মৃতের সংখ্যা গত মাসে ছয়গুণ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে এবং সংক্রামণ দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজারে।

 ইত্তেফাক/এএইচপি