শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় রেকর্ড সংখ্যক সংক্রামণ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:২১

আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১০ হাজার মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে এই তথ্য সামনে এসেছে। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল আমেরিকা। এত সংখ্যক সংক্রমণ করোনা মহামারিতে প্রথম আমেরিকায়। 

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোষ্টের বরাতে জানা যায়, শুধু সংক্রমণ নয়, মৃত্যু সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে আমেরিকায়। শেষ ২৪ ঘণ্টায় মার্কিনযুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ২৯০৭ জনের।পরিসংখ্যান বলছে এখন অবধি আমেরিকায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪.২ মিলিয়ন মানুষ। এরমধ্যে এখন অবধি ২ লক্ষ ৭৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চাঁদ থেকে পাথর সংগ্রহে মাত্র ১ ডলার দিচ্ছে  নাসা

মার্কিনযুক্তরাষ্ট্রের টেক্সাস আর ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লক্ষের কাছাকাছি। শুধুমাত্র এই দুই শহর ধরলে নতুন করে আক্রান্ত হচ্ছে ৩৫ হাজার মানুষ। ফ্লোরিডা শহরে মোট সংক্রমণ পৌঁছেছে ১০ লক্ষে। তুলনামূলক হারে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা কম। সেখানে মোট আক্রান্ত ৬ লক্ষ ৬৯ হাজার মানুষ।

করোনা আক্রান্তের পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমেরিকার পরেই রয়েছে ভারতের অবস্থান। দেখটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৫ লক্ষ ৭১ হাজার মানুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।

ইত্তেফাক/এএইচপি