বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাইডেনের অভিষেক দেখেছেন ট্রাম্প

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১০:৪১

স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ক্যাপিটল হিলের চত্বরে তাদের অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ সময় হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার পথে রওনা দেন ট্রাম্প। যেতে যেতে এয়ার ফোর্স ওয়ানে বসে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান দেখেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা সিএনএন এর ট্রাম্প ফ্লোরিডা পৌঁছেছেন। স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শেষবারের মতো নামিয়ে দেয় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান। ঠিক ওই সময়ই বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছান ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

আরো পড়ুন: দায়িত্ব নিয়েই ১৭ নির্বাহী আদেশে স্বাক্ষর বাইডেনের

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, কুশনারের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েল, ট্রাম্পকন্যা টিফানি ও তার বাগদত্তা, ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প পরিবার আপাতত কিছুদিন ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-ল্যাগো রিসোর্টে থাকবেন।

নানা বাধাবিপত্তি পেরিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস। চার বছরের মেয়াদ শেষে বিদায় নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইত্তেফাক/এএইচপি