শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেরাম ইনস্টিটিউটে আগুন

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৭:০৭

ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার দেশটির পুনেতে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যাকসিন উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দেশে পৌঁছালো ২০ লাখ ডোজ করোনা টিকা 

এনডিটিভি বলছে, বৃহৎ এই প্রতিষ্ঠানটি ১০০ একর জায়গার ওপর তৈরি। নির্মাণাধীন একটি ভবনে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ওই ভবনের কাছেই চলছে করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে আছে।

আরও পড়ুন: সেরাম ইনস্টিটিউটে আগুন

ইত্তেফাক/টিআর