শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কানাডায় ৫২ হাজার কেজি রাসায়নিকবাহী জাহাজে আগুন

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১২:৪২

কানাডার কোস্ট গার্ড জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া উপকূলে একটি কন্টেইনার জাহাজে আগুন লাগার ঘটনা পর্যবেক্ষণ করছে তারা। পরিস্থিতি মূল্যায়নের জন্য ইউএস কোস্ট গার্ডের সঙ্গে কাজ করা হচ্ছে।

রবিবার (২৪ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জাহাজটির নাম এমভি জিম কিংস্টন। সেখান থেকে ইতিমধ্যে ১০ জন ক্রু মেম্বারকে নামিয়ে আনা হচ্ছে, আরও ১১ জন আটকে আছেন।

জাহাজটিতে ৫২ হাজার কেজির বেশি জ্যানথেট বহন করা হচ্ছে। এটা খনিতে ব্যবহারের রাসায়নিক। এই জিনিস পানিতে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে।  

ইত্তেফাক/এসএ