শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাসিন্ডাকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন মুগ্ধ ইমরান খান

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:৫৯

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃপস্পতিবার টেলিফোনে জাসিন্ডাকে আমন্ত্রণ জানান ইমরান। এ সময় ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দাও জানান তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম উর্দুপয়েন্ট’র।

টেলিফোনে ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার পর জাসিন্ডার আরডার্নের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান খান। তিনি বলেন, জাসিন্ডা সময় উপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন।

ইমরান বলেন, ‘হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারাবিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে। আপনাকে মুসলিম বিশ্ব কখনও ভুলবে না।’

আরও পড়ুনঃ নিজের চেয়ার ছেড়ে সেই জহিরুলের পাশে এসে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী। এতে ৫০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

হামলাকারী ব্রেন্টন স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হামলা চালায়। এ ধরনের অস্ত্র সহজেই যাতে যে কারো হাতে চলে না যায় হামলার পর সেই লক্ষ্যে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা। এ ছাড়া মুসলিমদের প্রতি আন্তরিকভাবে সংহতি জানান তিনি। যা সারা বিশ্বের নজর কাড়ে।

ইত্তেফাক/টিএস