শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের কারণে সন্ত্রাস বাড়ছে: মার্কিন সাংসদ ইলহান

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৯:০১

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনায় উগ্র ডানপন্থী ও শ্বেতাঙ্গ বর্ণবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ করেছেন, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। এ কারণে তিনি নিজেও হুমকির মুখে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার ইলহান ৯/১১ হামলাকে গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। এর জবাবে টুইটে এসব বলেন তিনি।

তিনি বলেন, ‘ডান চরমপন্থী ও শ্বেতাঙ্গ বর্ণবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি উৎসাহিত করছেন। যেসব কাউন্টিতে ট্রাম্পের র‌্যালি হয়েছে সেখানে সন্ত্রাস ২২৬ শতাংশ বেড়েছো।’

শুক্রবার তাকে ট্রাম্প ভিডিও প্রকাশ করার পর আগের চেয়েও বেশি হত্যার হুমকি পাচ্ছেন বলে জানান ইলহান।

ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ১১ সেপ্টেম্বরের হামলার ভিডিও চিত্রের সঙ্গে কংগ্রেস সদস্য ইলহান ওমরের বক্তব্য যোগ করে বোঝাতে চেয়েছেন, ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদেরকে গুরুত্ব দিচ্ছেন না ইলহান।

প্রতিক্রিয়ায় ইলহান ওমর আরও বলেন, ‘আমি চুপ থাকার জন্য কংগ্রেসে যাইনি। আমি মার্কিন কংগ্রেসে প্রবেশ করেছি গণতন্ত্রকে রক্ষা করতে এবং এর জন্য যুদ্ধ করতে।’

ইলহান ওমর এর আগে একটি মুসলিম সিভিল রাইটস গ্রুপে দেয়া বক্তব্যে মার্কিন মুসলিমদের অবস্থা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, ‘কিছু লোক ১১ সেপ্টেম্বরে কিছু একটা ঘটিয়েছে, আর এরপর থেকে আমরা মুসলমানরা স্বাধীনতা হারাতে শুরু করেছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরকে অবমাননাকারী ভিডিও টুইটারে প্রকাশ করার পর থেকেই ডেমোক্র্যাটিক পার্টিসহ বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে কাশ্মীরি তরুণীর মৃত্যু নিয়ে সুষমা স্বরাজের টুইট

সোমালিয়ায় জন্ম নেন ইলহান ওমর। সে দেশ থেকে আসা প্রথম আমেরিকান-মুসলিম আইনপ্রণেতা তিনি। ২০১৬ সালে মিনেসোটার হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য নির্বাচিত হন এই নারী। কাজ করছেন, অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইসরায়েল লবির প্রভাব নিয়ে বক্তব্য দিয়েও আলোচনায় আসেন ইলহান।

ইত্তেফাক/টিএস