শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘মানুষকে ইচ্ছেমত ধূমপান, মদ ও মাংস খেতে দিন’

আপডেট : ০৮ মে ২০১৯, ০৯:৫৭

মানুষ যতটা চায় তাদের ততটা মদ্যপান, ধূমপান এবং মাংস খেতে দেয়া উচিৎ। এমন মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন নরওয়ের নতুন স্বাস্থ্যমন্ত্রী সিলভি লিসথাগ। খবর বিবিসির। 

শুক্রবার তিনি নরওয়ের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। 

নরওয়ের সম্প্রচার সংস্থা এনআরকে দেয়া সাক্ষাৎকারে সিলভি লিসথাগ বলেন, ‘আমি কোনো নৈতিক পুলিশ হতে চাইনা এবং জনগণকে বলতে চাইনা কিভাবে তাদের জীবন যাপন করা উচিত। কিন্তু আমি জনগণকে সহায়তা করতে চাই আরও তথ্য পেতে যাতে করে সে তার পছন্দ চূড়ান্ত করতে পারে।’ 

তিনি সেসময় আরো বলেন, ‘জনগণ যতটা চায় ততটা তাদের ধূমপান ও ড্রিংক করতে এবং লাল মাংস খেতে দেয়া উচিত। মানুষ নিজেই জানে যে কোনটা তাদের জন্য স্বাস্থ্যসম্মত আর কোনটা স্বাস্থ্যসম্মত নয়।’

নরওয়ের স্বাস্থ্যমন্ত্রীর এসব মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

একসময় নিজেও ধূমপায়ী ছিলেন সিলভি লিসথাগ। 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

দেশটির ক্যান্সার সোসাইটির সেক্রেটারি জেনারেল বলেন, স্বাস্থ্যমন্ত্রী মন্তব্যগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।  

ইত্তেফাক/এসআর