শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৯:১২

ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টে বৃহস্পতিবার এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ওই মসজিদের ইমামসহ ২ জন আহত হয়েছে। হামলার পর হামলাকারী নিজের ওপর গুলি চালিয়ে মারা যায়। দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর এবিসি নিউজের।  

এই হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে খবরে বলা হয়েছে। হামলার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পুরো দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।  

দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, অজ্ঞাত ওই বন্দুকধারী দুই জনকে গুলি করে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যায়।  
এরপর হামলাকারীকে গ্রেপ্তার করতে দেশটির পুলিশ তল্লাশি অভিযানে নামে। কিন্তু কিছুক্ষণ পরে ওই হামলাকারীর গাড়ি খুঁজে পায়। তার পাশেই পড়ে থাকে হামলাকারীর নিথর দেহ। 

পুলিশের ওই মুখপাত্র জানান, হামলাকারী তার মাথায় গুলি চালিয়ে মারা যায়।

আরো পড়ুন: ওসাকায় ট্রাম্প-জিনপিং বাণিজ্য বৈঠক শনিবার

আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর