বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের মুসলিম যুবককে মারধর, ‘জয় শ্রী রাম’ বলাতে জোর জবরদস্তি

আপডেট : ২৮ জুন ২০১৯, ১০:২৪

আবারো পেটানো হল মুসলিম যুবককে। সেইসঙ্গে ‘জয় শ্রী রাম’ বলার জন্যে ওই মুসলিম যুবকের ওপর চলে জোর জবরদস্তি। এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থান শহরের দিভা এলাকায়। খবর  ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । 

পুলিশ সুপার এসএস বুশ জানান, আইপিসি বিভাগের ২৯৫ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) ও ৩৯২ (ডাকাতি) এর অধীনে  অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মুম্বাইয়ের পুলিশ একটি মামলা করেছে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ঘটনার শিকার ওই মুসলিম যুবকের নাম ফয়সাল উসমান খান (২৫)। তিনি অনলাইন ভিত্তিক ট্যাক্সি ক্যাব চালান। 

সোমবার ভোর ৩ টা নাগাদ তিনি দিভার এক হাসপাতাল থেকে কয়কজন যাত্রী নিয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিলেন। 

এসময় কয়েকজন মাতাল ব্যক্তি তার ট্যাক্সি কাব থামিয়ে বলে, মাঝ রাস্তায় কেন সে গাড়ি থামিয়েছে? 

ফয়সাল বলেন, ‘তারা আমার গাড়ির চাবি নেয়। এর মধ্যে ট্যাক্সিতে থাকা একজন যাত্রী বের হলে তাকেও মারধর করা শুরু করে।’ 

ফয়সাল আরো বলেন, এরপর তারা আমায় মারধর শুরু করে এবং আমার ধর্ম নিয়ে কটূক্তি করে। এছাড়া বলে, আমি যদি ‘জয় শ্রী রাম’ চিৎকার করে বলি তাহলে আমায় ছেড়ে দিবে।   

আরো পড়ুন: ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২ 

উক্ত ঘটনার জন্য ফয়জাল মুম্বাই পুলিশকে অভিযোগ করেন। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর