বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের সঙ্গে ট্রাম্পের পরমাণু চুক্তি বর্জনের কারণ ছিলেন ‘ওবামা’!

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০১:১০

সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবার প্রতি অবজ্ঞা প্রকাশ করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বর্জন করেছিলেন! যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত কিম ডেরকের ফাঁস হওয়া একটি মেমোতে এমন তথ্য উল্লেখ আছে। ট্রাম্পের ওই পদক্ষেপকে ‘নৈরাজ্যজনক কূটনৈতিক আচরণ’ বলে বর্ণনা করেছিলেন ওই রাষ্ট্রদূত।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে অবিচল থাকার অনুরোধ জানানোর পর ওই মেমোটি লেখা হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ওই চুক্তির অধীনে ইরান তাদের স্পর্শকাতর পারমাণবিক তত্পরতা সীমিত করতে রাজি হয়েছিল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনাগুলোও পরিদর্শনের অনুমতি দিতেও রাজি হয়েছিল ইরান। কিন্তু এসব সত্ত্বেও ট্রাম্প ওই চুক্তিটিকে যথেষ্ট বলে মনে করেননি। -বিবিসি

ইত্তেফাক/এএম