শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে দাবদাহ, তাপমাত্রা আরো বাড়বে

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৬:২৭

যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে চলছে দাবদাহ। উত্তরপূর্ব এবং মধ্যপশ্চিমাঞ্চলীয় এলাকায় উচ্চ তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।  খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকার।   

তাদের ধারণা, এই দাবদাহ নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন ও মধ্যাঞ্চলীয় এলাকার ২০ কোটি মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হতে পারে।

স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও। এক টুইটার বার্তায় তিনি বলেন, শুক্রবারটা খারাপ যাবে, শনিবারটা আরো খারাপ এবং রবিবার খুব খারাপ যাবে। 

আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, সপ্তাহ শেষে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাবে এবং লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন যথেষ্ট পানি পান করেন। আবহাওয়াবিদরা বলেছেন, ৮ কোটি ৭০ লাখ মানুষের বসতি এলাকায় শনিবার তাপমাত্রা রেকর্ড মাত্রা ছাড়িয়ে যাবে।

আরো পড়ুন: ২৩ ক্রুসহ ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান 

রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হবে বলে ধারণা করা হচ্ছে। 

ইত্তেফাক/এসআর