মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনকে বিভক্তের চেষ্টার পরিণাম হবে ভয়াবহ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৬:৪৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়েছেন, কোনো বাইরের শক্তি চীনকে বিভক্ত করার চেষ্টা করলে পরিমাণ ভয়াবহ হবে। গতকাল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ধারণা, হংকং প্রসঙ্গ উল্লেখ করেই যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিয়েছেন শি। ওলি আশ্বস্ত করেছেন, নেপালের মাটিতে চীনবিরোধী কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। খবর রয়টার্সের

দীর্ঘ ২২ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট নেপাল সফরে গেলেন। তার সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি হতে পারে। শি বলেন, কোনো বহির্শক্তি যদি চীনের কোনো অংশকে আলাদা করতে চায় তাহলে তারা খন্ড-বিখন্ড শরীরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। কেউ সমর্থন দিলেও চীনারা তাদের প্রতিহত করবে বলে উল্লেখ করেন শি জিনপিং। গত চার মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলছে। মূল দাবি মেনে নিলেও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ে চীনবিরোধীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পুলিশের গুলিতে কয়েকজন আহতও হয়েছেন।

ইত্তেফাক/আরকেজি