বেড়ার কাজলকুড়া, ধলাকুড়া, বাঘমারা, রুংয়াই, বুড়বুড়া, শসান বিল এবং পার্শ্ববর্তী দলাই বিলেও চলছে অবাধে পাখি শিকার। বিভিন্ন বিলে রাতের আঁধারে নির্বিচারে হত্যা করা হচ্ছে অতিথিসহ দেশি প্রজাতির বিভিন্ন পাখি। শীতের আগমনে এসব এলাকায় বিভিন্ন বিলে অতিথি পাখির উপস্থিতি বেড়ে যায়। আর এ সুযোগে এক ধরনের উত্সুক শিকারি নির্বিচারে হত্যা করছে এসব পাখি। উপজেলার কয়েকটি বিল ঘুরে দেখা গেছে, অতিথি পাখি বিলের বিভিন্ন স্থানে জড়ো হয়েছে। এছাড়া বিলের পানি কমতে থাকায় পানকৌড়ি ও বেলেহাঁস খাবারের খোঁজে এসব বিলে ভিড় জমায়। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তের রসনা বিলাসের জন্য পাখি শিকারিরা পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখি রাতের আঁধারে হত্যা করছে।