রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সালথায় বেগুন চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ১১ মে ২০২১, ২১:২৮

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

অধিক লাভজনক হওয়ায় পাট ছেড়ে বেগুন চাষে ঝুঁকছেন সালথার অনেক কৃষক। সরজমিনে দেখা গেছে, উপজেলার যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামে একটি মাঠে পাশাপাশি প্রায় ৪০ বিঘা জমিতে বেগুনের চাষ করছেন কয়েক জন কৃষক। পাঁচ বছর আগে এসব জমিতে পাটের চাষাবাদ করা হতো। বেগুন চাষি ছোরাপ শেখ বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা লাভ হয়। কিন্তু ঐ জমির বেগুন বিক্রি করা হয় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস বলেন, পাটের তুলনায় বেগুন চাষে বেশি লাভ করা সম্ভব।

 
unib