রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নতুন করে যারা টিকা নিবন্ধন করতে পারবেন

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:০৬

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া করোনা সংক্রমণ রোধকারী টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে (https://surokkha.gov.bd) মাত্র তিনটি ক্যাটাগরিতে (ধরন) নিবন্ধন চলছিল। তবে বুধবার (৭ জুলাই) থেকে শুরু হওয়া নিবন্ধনে ৩৫ বছরের উর্ধ্বে নির্দিষ্ট ২৩ ক্যাটাগরির সবাই নিবন্ধন করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, বুধবার (৭ জুলাই) থেকে ৩৫ বা তার বেশি বয়সী সবাই করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। যারা আগে নিবন্ধন করবে তাদেরকেই আগে টিকা দেওয়া হবে।

এর আগে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছিল।

গত ২৬ জানুয়ারি সারাদেশে করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। টিকার সঙ্কট হলে গত ২৫ এপ্রিল টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন