শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্মিথ দলে কেন প্রশ্ন ওয়ার্নের

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৯:৫৩

দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে গেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং-বোলিং দুটোতেই চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে জবাবহীন ছিল অ্যারন ফিঞ্চের দল।  তাই তাদের একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি সিপনার শেন ওয়ার্ন। বিশেষ করে স্টিভেন স্মিথ। তার মতে, স্মিথের জন্য টি-টোয়েন্টি দরজাটা বন্ধ রাখা ভালো হবে অস্ট্রেলিয়ার জন্য।

সেই ম্যাচ মিচেল মার্শকে বসিয়ে অ্যাশটন অ্যাগারকে খেলায় অস্ট্রেলিয়া। যা মেনে নিতে পারেননি ওয়ার্ন। টুইটারে তিনি লেখেন, ‘মার্শকে বাইরে রেখে অস্ট্রেলিয়ার দল নির্বাচন ও পাওয়ার প্লে তে ম্যাক্সওয়েলকে নামানোয় হতাশ আমি। তার জায়গায় স্টয়নিসকে পাঠানো উচিত ছিল । খুবই বাজে পরিকল্পনা ও কৌশল অস্ট্রেলিয়ার। আমি  স্মিথকে ভালোভাসি, কিন্তু টি-টোয়েন্টি দলে তার  থাকা উচিত নয়। মার্শকে রাখতেই হবে।’

ম্যাচ শেষে ইংল্যান্ডের প্রশংসা না করে থাকতে পারেননি ওয়ার্ন।  তাই অস্ট্রেলিয়াকে বললেন তাদের থেকে কিছু শিখতে। তিনি লেখেন, ‘যথাযথ টি-টোয়েন্টি ক্রিকেট দেখা গেল ইংল্যান্ডের কাছ থেকে । এমন ধাক্কা খাওয়ার পর আশা করি অস্ট্রেলিয়া শিখবে কীভাবে খেলতে হয়। পাকিস্তান ও ইংল্যান্ড দেখাচ্ছে কীভাবে টি-টোয়েন্টি  কীভাবে খেলতে হয়।  অস্ট্রেলিয়ার প্রয়োজন  খেলার ধরণ বদলানোর একই সঙ্গে একাদশও।’

এখন  সমালোচনা করলেও নিজের দেশকে ঠিকই সেমিফাইনালে দেখছেন ওয়ার্ন, ‘আমি বিশ্বাস করি, প্রতিটি গ্রুপের চ্যামিপয়ন দল  ও যারা সেমিফাইনালে যাবে তাদের অবস্থানটা এরকম হবে । ১. ইংল্যান্ড, ২. অস্ট্রেলিয়া ও ১. পাকিস্তান, ২. ভারত। সেমিফাইনাল হবে ইংল্যান্ড-ভারত ও অস্ট্রেলিয়া-পাকিস্তান। ফাইনালে ভারত-পাকিস্তান নয়তো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলা হবে।’

ইত্তেফাক/এমআর