অতিমারী করোনার কারণে ২০২০ সালের ১৯ মার্চ থেকে ৫৯৩ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২ নভেম্বর) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২ নভেম্বর আবাসিক হলগুলো খোলা হবে এবং ১১ নভেম্বর শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হবে। যদি কোন শিক্ষক চান তবে তিনি অনলাইনে ক্লাস নিতে পারবেন।
কিছু শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবে। শর্তগুলো হলো- স্বাস্থ্যবিধি মানতে হবে, অবশ্যই শিক্ষার্থীকে হলে বৈধ আবাসিক হতে হবে এবং ন্যূনতম করোনাভাইরাসের (কাভিড-১৯) এক ডোজ টিকা গ্রহণের সনদ কর্তৃপক্ষকে দেখাতে হবে।