মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি রুস্তম আলীর (৮১) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
জানা গেছে, রুস্তম আলীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কালিয়ান গ্রামে। গত ২১ অক্টোবর ঈশ্বরগঞ্জ আঠারোবাড়ি (রায়ের বাজার) থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. এমদাদুল জানান, গতকাল সকালে কারাগারের ভিতরে বুকে ব্যাথা অনুভব করেন রুস্তম আলী। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের
পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য রুস্তমের লাশ মর্গে রাখা হয়েছে।